ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

অলিম্পিকে মাঠে নামছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২৪ জুলাই ২০২৪   আপডেট: ১১:১৫, ২৪ জুলাই ২০২৪
অলিম্পিকে মাঠে নামছে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই অলিম্পিকের মতো আরেকটি বড় আসরে স্বর্ণ জয়ের মিশনে নামছে আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিকে ফুটবলের লড়াই শুরুর প্রথম দিনেই মাঠে নামছে দুইবারের স্বর্ণ জয়ীরা।

প্যারিস অলিম্পিক আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২৬ জুলাই। তবে এর আগেই শুরু হচ্ছে ফুটবলের লড়াই। আজ আর্জেন্টিনা ও মরক্কো ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এই আসরের। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হবে। দিনের অন্য ম্যাচে স্পেনের বিপক্ষে লড়বে উজবেকিস্তান।

আর্জেন্টিনার এবারের অলিম্পিক দলটি বেশ শক্তিশালী। অলিম্পিকের নিয়মানুযায়ী, দলে অনূর্ধ্ব-২৩ বছর বয়সী তিনজন খেলতে পারেন। আর সেই সুযোগেই বিশ্বকাপ জয়ী দলের তিন ফুটবলার জুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্ডি ও জেরোনিমো রুলিকে দলে নিয়েছে আলবিসেলেস্তেরা।

আরো পড়ুন:

এবারের আসরে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ৪ গ্রুপে বিভক্ত দলগুলোর মধ্যে আর্জেন্টিনা আছে ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপে মরক্কো ছাড়া অন্য দুই দল ইরাক ও ইউক্রেন।

এর আগে ২০০৪ এথেন্স ও ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা। সেই দুই আসরে খেলা হাভিয়ের মাচেরানো এবার আছেন দলের কোচ হিসেবে। প্রথম ম্যাচে ভালোভাবে শুরু করতে চান আর্জেন্টিনার রক্ষণের সাবেক এই খেলোয়াড়।

ফিফা ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসচেরানো বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আসার সময় প্রত্যাশা খুবই উঁচু থাকে। আমাদের প্রত্যাশা ভালো একটা টুর্নামেন্ট খেলা। আমরা স্কোয়াডের প্রস্তুতিতে অনেক সময় ব্যয় করেছি। এখন আমরা প্রথম ম্যাচের অপেক্ষায় আছি।’

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়