অচলায়তন ভেঙে ব্যাট-বল নিয়ে মাঠে ফেরার রোমাঞ্চে ক্রিকেটাররা

‘ইন্টারনেট ছাড়া চার-পাঁচদিন কাটানো খুব একটা কঠিন ছিল না। কিন্তু এতোটা লম্বা সময় ব্যাট-বল ছাড়া কাটানো কঠিন ছিল। একটা ভালো দিক ছিল, সবার মধ্যে একটা হৃদতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। প্রচুর সময় কাটানো হয়েছে একসঙ্গে।’
কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেন। যিনি এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন কিছুদিনের মধ্যে।
বিসিবি টাইগার্স ও এইচপি দলের ক্রিকেটাররা চট্টগ্রামে আটকে গিয়েছিলেন সহিংসতার মধ্যে। তাদের অনুশীলন, ম্যাচ অনুশীলন থমকে গিয়েছিল। নিজেদের মধ্যে দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু দেশের বিরাজমান পরিস্থিতিতে ব্যাট-প্যাড তুলে রাখতে হয়েছিল তাদের।
সেই অচলায়তন ভেঙে বৃহস্পতিবার মাঠে নামতে যাচ্ছেন তারা। বিসিবি সবুজ এবং বিসিবি লাল দলে ভাগ হয়ে একটি দুই দিনের ম্যাচ খেলতে বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছেন নাঈম শেখ, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজরা।
এরই মধ্যে একদিন কারফিউ শিথিলের সময়ে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন তারা। মাঠে ফেরার উচ্ছ্বাস ক্রিকেটাররা লুকাতে পারেননি। মেহেদী হাসান মিরাজ বললেন, ‘অনেক ভালো লাগছে যে মাঠে ফিরতে পারছি। আমরা ক্রিকেটের মানুষ। আমাদের কি আর এভাবে হোটেলবন্দী হয়ে থাকতে ভালো লাগে। আবার খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে।’
চট্টগ্রামের ছেলে ইয়াসির আলী রাব্বী। কারফিউ শিথিলের সুযোগ বাসায় গিয়ে একটু ঢুঁ মেরে আসতে পেরেছেন তিনি। বাকিটা সময় তারও কেটেছে হোটেলে। চেনা ভুবনে ফেরার সুযোগ পেয়ে ইয়াসিরও উচ্ছ্বসিত, ‘খুবই বাজে সময় কাটিয়ে আবার আমরা মাঠে ফিরতে যাচ্ছি এটা খুব আনন্দের।’
এই ম্যাচে খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। জাতীয় দলের পাকিস্তান সফরের আগে তাদের লাল বলের প্রস্তুতির বিবেচনায় তাদের সুযোগ করে দিয়েছে সংশ্লিষ্টরা। এরপর পাকিস্তানে ‘এ’ দলের হয়েও সফর করার কথা রয়েছে তাদের।
সবুজ দল:
নাঈম শেখ, আশিকুর রহমান শিবলি, মাহফুজুর রহমান রবিন, মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বী, প্রীতম কুমার, মেহরব হোসেন, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান সোহাগ ও শিহাব জেমস।
লাল দল:
এনামুল হক বিজয়, আব্দুল্লাহ আল মামুন, সাইফ হাসান, মুশফিকুর রহিম, খালিদ হাসান, আহরার আমিন পিয়ান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, নাঈম আহমেদ, নাহিদ রানা, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান সোহান।
ইয়াসিন/আমিনুল