ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

আরও একটি বড় জয় শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ২৪ জুলাই ২০২৪  
আরও একটি বড় জয় শ্রীলঙ্কার

নারী এশিয়া কাপের শুরুটা বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে করেছিল শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে তারা হারায় ১৪৪ রানের বিশাল ব্যবধানে। আর আজ বুধবার (২৪ জুলাই) রাতে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তারা থাইল্যান্ডের মেয়েদের হারিয়েছে ১০ উইকেটের ব্যবধানে।

ডাম্বুলায় থাই মেয়েরা আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ৯৩ রান করে। জবাবে ১১.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা। অধিনায়ক চামিরা আতাপাত্তু ৩৫ বলে ২টি চার ও ৪ ছক্কায় আপরাজিত থাকেন ৪৯ রানে। তার সঙ্গে ৩৪ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন বিশ্বি গুনারত্নে।

তার আগে থাইল্যান্ডের নানাপাত কনচারোয়েনকাই ৫৩ বলে ৫ চারে অপরাজিত ৪৭ রান করেন। এছাড়া অধিনায়ক থিপাচা পুত্তাওয়াং ১৩ ও আফিসারা ১২ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটায় রান করতে পারেননি।

আরো পড়ুন:

বল হাতে শ্রীলঙ্কার কাভিশা দিলহারি ৪ ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন।

এই জয়ে ৩ ম্যাচের ৩টিই জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা। সেমিফাইনালে তারা পেয়েছে ‘এ’ গ্রুপের রানার্স-আপ পাকিস্তানকে।

শুক্রবার (২৬ জুলাই) প্রথম সেমিফাইনালে দুপুরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর রাতে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে পাকিস্তানের মেয়েরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়