ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হবেন দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২৫ জুলাই ২০২৪  
মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হবেন দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ভারত জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে যান রাহুল দ্রাবিড়। নতুন কোচ হিসেবে গৌতম গম্ভীরকে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

এদিকে দ্রাবিড়কে নিয়ে শুরু হয়েছে টানাটানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাধিক ফ্র্যাঞ্চাইজি কোচ হিসেবে চাচ্ছেন তাকে। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। তারা মার্ক বাউচারকে বরখাস্ত করে দ্রাবিড়কে নিয়োগ দেওয়ার বিষয়টি ভাবছে।

বাউচারের তত্ত্বাবধানে ২০২৪ আইপিএলে সুবিধা করতে পারেনি মুম্বাই। রোহিতের পরিবর্তে অধিনায়ক করা হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলে ১৪ ম্যাচের মাত্র চারটিতে জিতেছিল মুম্বাই। পয়েন্ট টেবিলে তারা ছিল তলানিতে। সে কারণে বাউচারকে সরিয়ে দ্রাবিড়কে নিয়োগ দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।

আরো পড়ুন:

অবশ্য দ্রাবিড়কে কোচ হওয়ার প্রস্তাব দিয়ে রেখেছে তার সাবেক ফ্র্যাঞ্চিইজি রাজস্থান রয়্যালস। এছাড়া কলকাতা নাইট রাইডার্সও আগ্রহ দেখিয়েছে দ্রাবিড়ের বিষয়ে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়