ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

২১০ রানেই শেষ জিম্বাবুয়ের ইনিংস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২৬ জুলাই ২০২৪  
২১০ রানেই শেষ জিম্বাবুয়ের ইনিংস

বেলফাস্টে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তাদের শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৭১.৩ ওভারে মাত্র ২১০ রানে অলআউট হয়ে যায় তারা। এরপর অবশ্য দিনের আর খেলা হয়নি।

টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৯৭ রান তোলে শেভরনরা। সেখান থেকে আর ১১৩ রান দলীয় সংগ্রহে যোগ করতেই অলআউট হয়ে যায় তারা। তাদের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান পান। তার মধ্যে প্রিন্স মাসভাউরে ৮ চারে সর্বোচ্চ ৭৪ রান করেন। ৭ চারে ৪৯ রান আসে জয়লর্ড গুম্বির ব্যাট থেকে। ৫ চারে ৩৫ রান করেন শন উইলিয়ামস। আর ১০টি রান করেন ডিওন মায়ার্স।

বল হাতে আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি ও অ্যান্ডি ম্যাকবিরনি ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন মার্ক অ্যাডায়ার।

আরো পড়ুন:

আজ শুক্রবার সন্ধ্যায় আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়