ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২৬ জুলাই ২০২৪   আপডেট: ১৪:৫৫, ২৬ জুলাই ২০২৪
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের মহারণে আগে ব্যাটিং করছে নিগার সুলতানা জ্যোতির দল।

ডাম্বুলায় শুক্রবার (২৬ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে খেলাটি শুরু হয়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে চায় লাল সবুজের দল।

বাংলাদেশ এই ম্যাচে মাঠে নেমেছে এক পরিবর্তন নিয়ে। সাবিকুন জেসমিনের পরিবর্তে একাদশে এসেছেন মারুফা আক্তার।

আরো পড়ুন:

নারী এশিয়া কাপে হট ফেভারিট ভারত। সামর্থ্য ও শক্তির বিচারে দলটি বেশ এগিয়ে। তবে বাংলাদেশ সব বিভাগে দারুণ খেলে ভারতকে থামাতে মরিয়া। এই ভারতকে ২০১৮ সালে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেমিতে হারিয়ে ফাইনালে যাওয়ার সুযোগ।

বাংলাদেশ একাদশ:
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, ঋতু মনি, রাবেয়া খাতুন, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম ও মারুফা আক্তার।

ভারত একাদশ:
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রী,  হারমানপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, পূজা ভস্ত্রাকার, রাধা যাদব, তনুজা কানওয়ার ও রেণুকা সিং।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়