ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

প্রথমবার টেস্টে মুখোমুখি আফগানিস্তান-নিউ জিল্যান্ড

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৬ জুলাই ২০২৪  
প্রথমবার টেস্টে মুখোমুখি আফগানিস্তান-নিউ জিল্যান্ড

২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কখনো নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি আফগানিস্তানের। অবশেষে তাদের সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান ও নিউ জিল্যান্ড। নিরপেক্ষ ভেন্যু ভারতের গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম হলেও আফগানিস্তানের টেস্ট ইতিহাসে এটা হতে যাচ্ছে দশম। আর ২০২৪ সালে তাদের তৃতীয়। এর আগে এক বছরে এর চেয়ে বেশি ম্যাচ কখনো খেলেনি আফগানরা। শুধু তাই নয়, গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে এটি হতে যাচ্ছে তাদের প্রথম টেস্ট ম্যাচ।

খুব সম্ভবত ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টটি। এটার পরে অক্টোবরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করবে আফগানরা। অন্যদিকে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে কিউইরা।

নিউ জিল্যান্ড ছাড়াও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান এখনও কোনো টেস্ট খেলেনি আফগানিস্তানের বিপক্ষে।

চলতি বছরের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু সেটি তারা বাতিল করেছে।


সর্বশেষ

পাঠকপ্রিয়