ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

লারাকে ছাড়িয়ে গেলেন রুট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৭ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৪১, ২৭ জুলাই ২০২৪
লারাকে ছাড়িয়ে গেলেন রুট

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ন লারাকে ছাড়িয়ে গেলেন জো রুট। ক্যারিবিয়ানদের হয়ে ১৩১ টেস্টের ২৩২ ইনিংস খেলে ১১ হাজার ৯৫৩ রান করেছিলেন লারা। রুট ইংল্যান্ডের হয়ে ১৪৩তম টেস্টে ২৬১তম ইনিংস খেলার পথে আজ ১১ হাজার ৯৫৪ রান করে ছাড়িয়ে যান লারাকে।

রুট গতকাল ২ রান নিয়ে অপরাজিত ছিলেন। লারার ১১ হাজার ৯৫৩ রান ছাড়িয়ে যেতে তার প্রয়োজন ছিল আর ১২ রান। সেটা করার মধ্য দিয়ে তিনি লারাকে পেছনে ফেলে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সপ্তম স্থানে অবস্থান নেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৮ রানের ইনিংস খেলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছেন তিনি। আর ২ রান করলেই টেস্টে ১২ হাজার রানের মাইলফলকও স্পর্শ করবেন এই ব্যাটসম্যান।

আরো পড়ুন:

টেস্টে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে রুটের সামনে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১২,৪০০), স্বদেশি অ্যালিস্টার কুক (১২,৪৭২), ভারতের রাহুল দ্রাবিড় (১৩২৮৮), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৩২৮৯), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩৩৭৮) ও ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার (১৫৯২১)।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়