ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

প্যারিস অলিম্পিকে বাছাইপর্বেই বাদ বাংলাদেশের রবিউল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ২৮ জুলাই ২০২৪   আপডেট: ১৭:১৬, ২৮ জুলাই ২০২৪
প্যারিস অলিম্পিকে বাছাইপর্বেই বাদ বাংলাদেশের রবিউল

প্যারিস অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেন বাংলাদেশের শ্যুটার রবিউল ইসলাম। কিন্তু বাছাইপর্বের গণ্ডি পেরুতে পারেননি তিনি। মোট ৪৯ জন প্রতিযোগীর মধ্যে ৪৩তম হয়ে বিদায় নিয়েছেন তিনি।

শাতুহু শুটিং সেন্টারে আজ রোববার বিকেলে অনুষ্ঠিত বাছাইপর্বে তিনি স্কোর করেন ৬২৪.২। অন্যদিকে বাছাইপর্বে সেরা হওয়া চীনের লিহাও শেংয়ের স্কোর করেন ৬৩১.৭। সমান স্কোর করে দ্বিতীয় হন আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজ। বাছাইপর্বের সেরা আটজন শ্যুটার লড়বেন পদক জয়ের লড়াইয়ে।

অবশ্য প্যারিসে যাওয়ার আগে সেরা আট তথা ফাইনাল খেলার স্বপ্নের কথা বলেছিলেন রবিউল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না তার।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়