ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

ফাইনালে শ্রীলঙ্কাকে বড় টার্গেট দিলো ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৮ জুলাই ২০২৪   আপডেট: ১৭:৫৫, ২৮ জুলাই ২০২৪
ফাইনালে শ্রীলঙ্কাকে বড় টার্গেট দিলো ভারত

নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে বড় টার্গেট দিয়েছে ভারত। ডাম্বুলায় আজ রোববার ফাইনালে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান তোলে ভারত। ১৬৬ রান করতে পারলেই নারী এশিয়া কাপের প্রথম শিরোপার স্বাদ পাবে লঙ্কান মেয়েরা।

ভারতের ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন স্মৃতি মান্ধানা। তিনি ইনিংসের গোড়াপত্তন করতে এসে ১৭তম ওভারের পঞ্চম বলে আউট হন। ৪৭ বল খেলে ১০ চারে করে যান ৬০ রান। এছাড়া রিচা ঘোষ মাত্র ১৪ বলে ৪টি চার ও ১ ছক্কায় করেন ৩০ রান। জেমিমাহ রদ্রিগেজ ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ২৯ রান। আর শেফালি ভার্মার ব্যাট থেকে আসে ১৬ রান। 

বল হাতে শ্রীলঙ্কার কাভিশা দিলহারি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন উদেশিকা প্রবধানি, সাচিনি নিসানসালা ও চামারি আতাপাত্তু।

আরো পড়ুন:

আগের আট আসরে সাতবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। একবার হয়েছে বাংলাদেশ। আজ জিতলে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হবে ভারতের মেয়েরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়