ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন চীনের লিহাও

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ২০:০৯, ২৯ জুলাই ২০২৪
রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন চীনের লিহাও

বিশ্বরেকর্ড গড়ে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন চীনের শেং লিহাও। আজ সোমবার ফাইনালে তিনি ২৪ শটে রেকর্ড ২৫২.২ পয়েন্ট স্কোর করে স্বর্ণ জয় নিশ্চিত করেন। যা অলিম্পিক রেকর্ড। তার আগে ২০২১ সালে টোকিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের শানের উইলিয়াম ২৫১.৬ পয়েন্ট স্কোর করে স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন। 

চলতি অলিম্পিকে এটা ছিল লিহাওর দ্বিতীয় স্বর্ণ। এর আগে শনিবার মিশ্র দ্বৈতে হুয়াং ইউটিংকে সঙ্গে নিয়ে স্বর্ণ জিতেছিলেন। এবারের আসরে প্রথম অ্যাথলেট হিসেবে দুটি স্বর্ণ জেতার কৃতিত্বও দেখালেন লিহাও।

এই ইভেন্টে রৌপ্য জিতেছেন সুইডেনের লিন্ডগ্রেন ভিক্টর। তিনি ২৪ শটে ২৫১.৪ পয়েন্ট স্কোর করেন। আর ব্রোঞ্জ জিতেছেন ক্রোয়েশিয়ার মারিচি মিরান। তিনি ২৩০ স্কোর করেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়