ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

এনামুলের আক্ষেপ, মুশফিক-ইয়াসিরের ফিফটি, তানজীমের তোপ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ২৯ জুলাই ২০২৪  
এনামুলের আক্ষেপ, মুশফিক-ইয়াসিরের ফিফটি, তানজীমের তোপ 

নিজেদের মধ্যে তিন দিনের ম্যাচে ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন বিসিবি গ্রিনের এনামুল হক। ফিফটির দেখা পেয়েছেন বিসিবি গ্রিনের ইয়াসির আলী রাব্বি ও মুশফিকুর রহিম। 

অন্যদিকে বিসিবি রেডের হয় বল হাতে তোপ দেগেছেন পেসার তানজীম হাসান সাকিব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার (২৯ জুলাই) থেকে শুরু হয় তিন দিনের ম্যাচে। টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২২০ রান করে বিসিবি গ্রিন।

জাকের আলী অনিক ১২ ও মেহেদী হাসান ০ রানে অপরাজিত আছেন। সর্বোচ্চ ৯০ রান করেন এনামুল হক। মাত্র ১০ রানের জন্য পাননি সেঞ্চুরি। ১৮৬ বলে ৭টি চার ও ১টি ছয়ের মারে সাজানো ছিল তার ইনিংসটি। 

আরো পড়ুন:

৫৮ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে। ৭১ বলে ৫টি চার ও ৩টি ছয়ের মারে এই রান করেন তিনি। মুশফিক আউট হয়েছেন ৫১ রানে। ৫৪ বলে ৩টি করে চার-ছয়ের মার ছিল মুশফিকের ইনিংসে। 

ইনিংসে ৩টি ফিফটি এলেও শূন্যরানে আউট হয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। এ ছাড়া ৫ রান করেন খালেদ হাসান। বিসিবি গ্রিনের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজীম। ৩৫ রান দিয়ে উইকেটগুলো নেন তিনি।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়