ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

টেনিস টাইটান্সের লড়াইয়ে জকোভিচের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২৯ জুলাই ২০২৪  
টেনিস টাইটান্সের লড়াইয়ে জকোভিচের জয়

দুই টেনিস টাইটান্স নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল অলিম্পিক গেমসের টেনিসের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন আজ সোমবার রাতে। যেখানে জকোভিচের কাছে পাত্তাই পাননি নাদাল। ৬-১ ও ৬-৪ ব্যবধানে সরাসরি সেটে হেরে গেছেন। এই জয়ে পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা।

জকোভিচ ২৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন তার ক্যারিয়ারে। অন্যদিকে নাদাল জিতেছেন ২২টি। আজ তারা দুজন ৬০তম বারের মতো মুখোমুখি হয়েছিলেন। আজ জয় পাওয়ায় জকোভিচ ৩১ ম্যাচে জিতলেন। তার বিপক্ষে ৬০ ম্যাচে ২৯ বার জিতেছেন নাদাল। অবশ্য গ্র্যান্ডস্লামের লড়াইয়ে জকোভিচের বিপক্ষে নাদাল জিতেছেন ১১বার। ৭ বার জিতেছেন জকোভিচ।

দ্বিতীয় রাউন্ড থেকে নাদাল বিদায় নিলেও পুরুষ দ্বৈতে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের সঙ্গে খেলবেন দ্বিতীয় রাউন্ডে।

আরো পড়ুন:

তবে এটাই হয়তো নাদালের শেষ অলিম্পিক। তাইতো এককে হারার পর দর্শকরা তাকে সেভাবেই করতালি দিয়ে অভিবাদন জানিয়েছেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়