ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

প্যারিস অলিম্পিকে ৭৯ জনে ৬৯তম বাংলাদেশের রাফি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ১৭:২৮, ৩০ জুলাই ২০২৪
প্যারিস অলিম্পিকে ৭৯ জনে ৬৯তম বাংলাদেশের রাফি

প্যারিস অলিম্পিকে সাঁতার ইভেন্টে অংশ নেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। পুরুষদের ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে দেশে ফিরছেন তিনি। তবে নিজ হিটে পঞ্চম হয়েছেন।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) দ্বিতীয় হিটে পুলে নামেন রাফি। ৫৩.১০ সেকেন্ড টাইমিংয়ে করে আট জনের মধ্যে পঞ্চম হন। অবশ্য রাফি তার ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন। এর আগে তার ক্যারিয়ার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। অলিম্পিকের মঞ্চে সেটাকে পেছনে ফেলে তিনি ৫৩.১০ সেকেন্ডে ২০০ মিটার সাঁতরালেন।

১০০ মিটার ফ্রি স্টাইলে ইভেন্টের দশটি হিটে মোট ৭৯ জন অংশ নেন। তার মধ্যে টাইমিংয়ে রাফি ৬৯তম হন। শীর্ষ ১৬ জন লড়বেন সেমিফাইনালে। ৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু অ্যালেক্স জে।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়