তানজীমের ফাইফার, জাকেরের ফিফটি

প্রথমদিনে বিসিবি গ্রিনের এনামুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিমের ফিফটির পর দ্বিতীয় দিনে ফিফটি তুলে নিয়েছেন জাকের আলী অনিক। চার ফিফটির পরও বিসিবি রেডের তানজীম হাসান সাকিবের ফাইফারে তিন’শ পেরোতে পারেনি বিসিবি গ্রিন।
চট্টগ্রামে দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ২৯২ রানে বিসিবি গ্রিন অলআউট হয়। ৫ উইকেটে ২২০ রানে দিন শুরু করেছিল তারা। ১২ রানে দিন শুরু করা জাকের আউট হন ৫০ রান করে। ৯১ বলে ২টি করে চার-ছয়ের মারে এই রান করেন তিনি।
শূন্যতে শুরু করা মেহেদী হাসান ফেরেন দিনের শুরুতে। তার ব্যাট থেকে আসে ৭ রান। ১৯ রান করেন শেখ মাহেদী। তানজীম ১৮ ওভারে ৫৩ রান দিয়ে একাই নেন ৫ উইকেট।
জবাবে প্রথম ইনিংস খেলতে নেমে ভালো করতে পারেনি বিসিবি রেড। ৯২ রান তুলতে দলটি হারিয়ে ফেলে ৬ উইকেট। এখনো তারা পিছিয়ে আছে ২০০ রানে।
প্রীতম কুমার ২৮ ও নাঈম হাসান ১৭ রান করে অপরাজিত আছেন। ২৪ রান আসে অভিজ্ঞ সৌম্য সরকারের ব্যাট থেকে। ১০ রান করেন সাইফ হাসান। শূন্যরানে ফেরেন ওপেনার মাহফিজুল রবিন।
বিসিবি গ্রিনের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান মাহমুদ। ২ উইকেট নেন শেখ মাহেদী।
রিয়াদ/আমিনুল