ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

সাকিবের ব্যাটে রান, শরিফুলের উইকেট, জিতলো বাংলা টাইগার্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৩১ জুলাই ২০২৪   আপডেট: ১৩:৩৫, ৩১ জুলাই ২০২৪
সাকিবের ব্যাটে রান, শরিফুলের উইকেট, জিতলো বাংলা টাইগার্স

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তেমনভাবে জ্বলে উঠতে পারছেন না সাকিব আল হাসান। চোখের সমস্যা হয়ে দাঁড়িয়েছে রানখরার কারণ। তবে মাঝেমধ্যেই দেখা মেলে রানের। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে রানের দেখা পেলেন সাকিব। সেই সঙ্গে আরেক বাংলাদেশী শরিফুল ইসলাম পেয়েছেন উইকেটের দেখা। তাতে ২ উইকেটে জিতেছে বাংলা টাইগার্স মিসিসাগাও।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে টরোন্টো ন‍্যাশনালসকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলা টাইগার্স। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৯ রানের লক্ষ‍্য দাঁড় করায় সাকিবের দল। জবাব দিতে নেমে ম্যাচের পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়ে ১৬৬ রানে থামে টরোন্টো।

ম্যাচে প্রথমে ব্যাট হাতে নেমে তিন ছক্কায় ১৫ বলে ২৪ রানের কার্যকরী ইনিংস খেলেন সাকিব। পরে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রানের বিনিময়ে নেন একটি উইকেট। একই দলের হয়ে খেলা বাঁহাতি পেসার শরিফুলও ৩১ রান খরচায় নেন এক উইকেট।

আরো পড়ুন:

টস হেরে ব‍্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলা টাইগার্স। টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানই দারুণ খেলেন। সাকিব ক্রিজে যাওয়ার সুযোগ পান দশম ওভারে। মুখোমুখি প্রথম বলেই ছক্কা দিয়ে শুরু। এরপর খানিক ধীরগতির ব্যাটিং করেন। তাতে পরের ৮ বলে আসে চার রান। এরপর রোস্টন চেসের ওভারে দুই ছক্কা হাঁকিয়ে সেটা পুষিয়ে দেন।

টরোন্টোর ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ব্যক্তিগত প্রথম ওভারে ১ বাউন্ডারিতে ৬ রান হজম করেন সাকিব। নবম ওভারে আক্রমণে ফিরে দেন ৭ রান। এরপর ১৭তম ওভারে খরচ করেন ৮ রান। শেষ ওভারে ৯ রান খরচ করে তুলে নেন টরোন্টোর আশা হয়ে টিকে থাকা নিকোলাস কার্টনের (৫৪ বলে ৭৪) উইকেট।

এদিকে শরিফুল ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে টানা দুই ওভার বল করেন। প্রথম ওভারে বেধড়ক মার খেলেও দ্বিতীয় ওভারে আন্দ্রিয়েস গাউসকে ফিরিয়ে দেন বাংলাদেশী পেসার। সব মিলিয়ে প্রথম দুই ওভারে শরিফুল খরচ করেন ১৬ রান। চতুর্দশ ওভারে ফিরে দেন মাত্র ২ রান। শেষ ওভারে হজম করেন ১৩ রান।

সাকিব-শরিফুলের এমন দিনে বাংলা টাইগার্সের জয়ের নায়ক নামিবিয়ার সাবেক তারকা ডেভিড ভিসে। ব‍্যাটে-বলে দ‍্যুতি ছড়িয়ে ম‍্যাচসেরা হন এই অলরাউন্ডার। তিনটি করে ছক্কা ও চারে ১৭ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসের পর বল হাতে ২৮ রানে নেন এক উইকেট।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়