বোলিংয়ে দুর্দান্ত শরিফুল, ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টানা তৃতীয় ম্যাচ জিতল বাংলা টাইগার্স মিসিসাগাও। সাকিব আল হাসান ও শরিফুল ইসলামের দলের ৪ ম্যাচে এটি তৃতীয় জয়। প্রথম ম্যাচ হেরে শুরুর পর দারুণ ছন্দে আছে দলটি। বুধবার তারা সারে জাগুয়ার্সকে হারিয়েছে ৪ উইকেটে।
বল হাতে ছন্দে আছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান। তবে সাকিব ব্যাটিংয়ে আবারো খারাপ সময় কাটালেন। আগের ম্যাচে ২৪ রান করে ফর্মে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বুধবার সারে জাগুয়ার্সের বিপক্ষে ৭ বলে মাত্র ১ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। সব মিলিয়ে চার ম্যাচে তৃতীয়বার দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ সাকিব।
তবে বল হাতে কারুকার্যতা দেখিয়ে দলের জয়ে অবদান রেখেছেন অধিনায়ক সাকিব। লো স্কোরিং ম্যাচে ২১ রানে পেয়েছেন ২ উইকেট। যেখানে ডট বল ছিল ১৪টি। আরেক বাংলাদেশি ক্রিকেটার জ্বলে উঠেন দারুণভাবে। পেসার শরিফুল ৪ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। আগের ম্যাচেও বাঁহাতি বোলার ১ উইকেট পেয়েছিলেন।
সব মিলিয়ে দিনটি বেশ ভালোই কাটে বাংলা টাইগার্সের। সারে জাগুয়ার্স আগে ব্যাটিংয়ে নেমে ১০১ রানে আটকে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন মার্কোস স্টয়নিস। ৩১ রান আসে লোগান ভন বিকের ব্যাট থেকে। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি।
সাকিব ও শরিফুল বাদে বল হাতে আলো কেড়েছেন ডেভিস ভিসে। ১৭ রানে ২ উইকেট নেন নামিবিয়ার এই ক্রিকেটার। তার অলরাউন্ড পারফরম্যান্সেই বাংলা টাইগার্স ম্যাচ জিতেছে। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ২৭ রান করেন তিনি। এছাড়া ১২ বলে ১৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডিলন হেইলিগার।
সুনিল নারিন ১৯ রানে ৩ উইকেট নিয়েও সারেকে ম্যাচটা জেতাতে পারেননি।
এই জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে সাকিবের দল। ৩ ম্যাচে ৩ জয়ে সবার উপরে রয়েছে মর্টেরিয়াল টাইগার্স।
ঢাকা/ইয়াসিন