ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

‘সাকিবের ব্যক্তিগত ব্যাপার’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১ আগস্ট ২০২৪   আপডেট: ১১:২৮, ১ আগস্ট ২০২৪
‘সাকিবের ব্যক্তিগত ব্যাপার’

ছবি: সংগৃহীত

কোটা আন্দোলন নিয়ে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান চুপ থাকায় গত কয়েকদিন ধরেই চলছে আলোচনা। শুধু সাকিবই নন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও রয়েছেন আড়ালে। জানিয়ে রাখা ভালো, দুজনই এখন সংসদ সদস্য এবং সরকারের প্রতিনিধি।

মাশরাফির খোঁজ পাওয়া না গেলেও সাকিব এখন খেলাধুলাতে দেশের বাইরে ব্যস্ত। কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। সেখানে মঙ্গলবার খেলার পর একজন প্রবাসী বাংলাদেশির সঙ্গে বিবাদে জড়িয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গ টেনে সাকিবের ‘বিবেক’ কাজ করছে কিনা জানতে চান একজন প্রবাসী। প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে সাকিব তর্কে জড়ান। সামাজিক মাধ্যমে এরই মধ্যে দর্শকের সঙ্গে সাকিবের বাগবিতণ্ডার মুহূর্ত ভাইরাল। সেখানে সাকিবকে বলতে শোনা যায়, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

সাকিবের এমন কাণ্ডে হতবাক সবাই। যেখানে পুরো দেশ উত্তাল সেখানে পোস্টারবয় হয়েও সাকিবের এমন আচরণ অগ্রহণযোগ্য। এ বিষয়ে বিসিবির কাছে জানতে চাওয়া হয়েছিল তাদের বিষয়ে। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, ‘আমি কিন্তু ভিডিওটা দেখি নাই। আমার কমেন্ট করা ঠিক হবে না। এমনটা (ভক্তকে যে মন্তব্য করেছেন সাকিব) করলে সে (সাকিব) ঠিক করেনি, সবারই সব জায়গা থেকে অবদান আছে।’

তবে সাকিবের সব কথার দায় বিসিবি নেবে না তো বোঝা গেলো একটু পরই। সাকিব এখন শুধু ক্রিকেটারই নন, একজন সংসদ সদস্য। সাকিব মাঠের বাইরে কিছু করলে সেই দায় বিসিবির নয় তা জালাল ইউনুসের কণ্ঠে স্পষ্ট, ‘দেখুন, এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব সেখানে কী বলেছে, আমি বলতে পারবো না।’

সাকিবের ক্রিকেট অবদানের কথা অস্বীকার করার সুযোগ নেই সাফ জানালেন জালাল ইউনুস, ‘সে (দর্শক) যদি ক্রিকেটে সাকিবের অবদানের প্রসঙ্গ উঠিয়ে থাকে, যেটা আমি শুনেছি, দেখিনি। আমরা, আপনারা সবাই জানি, সাকিবের অবদান কি। বাংলাদেশের ক্রিকেটে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অবদান অবশ্যই অস্বীকার করা যাবে না।’

/ইয়াসিন/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়