ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

অধিনায়ক ছাড়া বাকিদের ‘মুখ বন্ধ’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:৩৫, ২ আগস্ট ২০২৪
অধিনায়ক ছাড়া বাকিদের ‘মুখ বন্ধ’

ফুটবল মাঠে বিচিত্ররকম ঘটনা নতুন কিছু নয়। কোনো খেলোয়াড়কে কার্ড দেখালে বাকি সতীর্থদের এসে রেফারিকে ঘিরে ধরার দৃশ্যের সঙ্গে আমরা কমবেশি পরিচিত। এতে রেফারি মানসিকভাবে চাপে থাকেন। বিষয়টি বিবেচনায় এখন থেকে দলের অধিনায়ক ছাড়া আর কেউ রেফারির সঙ্গে কথা বলতে পারবেন না। খবর স্প্যানিশ দৈনিক মার্কার।

সামনেই শুরু হতে যাচ্ছে ইউরোপের ফুটবলের নতুন মৌসুম। মৌসুমের শুরু থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেফারিদের সভায়। রেফারির সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক ছাড়া কেউ কথা বলতে এলে সর্তকতার অংশ হিসেবে দেখতে হবে হলুদ কার্ড।

জুন-জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপেই এই নিয়মের বাস্তবায়ন করেছে উয়েফা।  প্যারিস অলিম্পিকেও এই নিয়মেই চলছে ফুটবল। তারই ধারাবাহিকতায় এবার একই নিয়ম চালু হতে যাচ্ছে ১৫ আগস্ট শুরু হতে যাওয়া লা লিগায়। ধারাবাহিকভাবে সব জায়গায় এই নিয়ম চালু করা হবে।

আরো পড়ুন:

মার্কার খবরে আরও বলা হয়, লা লিগায় রেফারির সিদ্ধান্তে নাখোশ হওয়া দলের পক্ষ থেকে শুধু অধিনায়কই রেফারিকে জিজ্ঞেস করতে পারবেন। কোনো দলের অধিনায়ক যদি হন গোলরক্ষক, সেক্ষেত্রে তিনি রেফারির সঙ্গে কথা বলার জন্য একজনকে মনোনীত করবেন। 

এই নিয়ম চালু প্রসঙ্গে উয়েফার রেফারিং–বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক রবার্তো রোসেত্তি বলেন, ‘প্রতিটি ম্যাচে একজন রেফারিকে ২০০ থেকে ২৫০টি সিদ্ধান্ত নিতে হয়, প্রতি ২২ সেকেন্ডে একটা। এর মধ্যে নানারকম পরিস্থিতি থাকে। বিষয়গুলো একই সঙ্গে ২২ জনকে ব্যাখ্যা করা অসম্ভব। আমরা চাই, রেফারির সঙ্গে যোগাযোগ শুধু অধিনায়কই করবেন।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়