বাংলাদেশ সিরিজের আগেই শাহীন-আজমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা তদন্তে করে ভরাডুবির কারণ ও খেলোয়াড়দের শৃঙ্খলাগত সমস্যার বিষয়টি তুলে ধরবে। জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং দোষী খেলোয়াড়দের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
ইংল্যান্ড সিরিজে ও বিশ্বকাপে সময় শাহীন আফ্রিদি কোচ ও অন্যান্য স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করেন। বিশ্বকাপ চলায় তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেক্ষেত্রে তদন্ত প্রতিবেদনে শাহীন আটকে গেলে বাংলাদেশের বিপক্ষের টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি।
শুধু তাই নয়, বিশ্বকাপে ভরডুবির পেছনে বাবর আজমের কোনো ব্যর্থতা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। তার বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে তাদের একজন অথবা দুজনকেই নাও দেখা যেতে পারে।
২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। এরপর ৩০ আগস্ট থেকে করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ঢাকা/আমিনুল