ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে প্রথমবার সেমিফাইনালে মরোক্কো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২ আগস্ট ২০২৪  
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে প্রথমবার সেমিফাইনালে মরোক্কো

মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রথমবার অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরোক্কো। আজ শুক্রবার (০২ আগস্ট) রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নেয় মরোক্কো। গ্রুপপর্বে দুর্দান্ত লড়াই করে তারা হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। এবার হারালো যুক্তরাষ্ট্রের মতো দলকে।

আজ যুক্তরাষ্ট্রের সামনে সুযোগ ছিল ২০০০ সালের পর আবার সেমিফাইনাল খেলার। কিন্তু সে যাত্রায় শুরুতেই পিছিয়ে পড়ে তারা। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি পায় মরোক্কো। পেনাল্টি থেকে সোফিয়ানে রাহিমি গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় গোল করেন ইলিয়াস আখোমাচ। ৭০ মিনিটে আশরাফ হাকিমি গোল পেলে ব্যবধান হয় ৩-০। আর ৯০+১ মিনিটের মাথায় মেহদি মাওহুব পেনাল্টি থেকে গোল করে যুক্তরাষ্ট্রের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। তাতে ৪-০ ব্যবধানের বড় জয়ে ইতিহাস গড়ে প্রথমবার সেমিফাইনালে জায়গা করে নেয়।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়