ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আর্জেন্টিনার বিদায় মানতে পারছেন না মাসচেরানো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৩৫, ৩ আগস্ট ২০২৪
আর্জেন্টিনার বিদায় মানতে পারছেন না মাসচেরানো

ফ্রান্সের সঙ্গে হাভিয়ের মাসচেরানোর একটি প্রতিশোধ বাকি ছিল। ফ্রান্সের বিপক্ষে ২০১৮ বিশ্বকাপে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। সেই দলে ছিলেন মাসচেরানোও। প্যারিস অলিম্পিকে একটা সুযোগ ছিল প্রতিশোধের। তবে পারলো না আর্জেন্টিনা, পারলেন না কোচ মাসচেরানো। প্যারিস থেকে আর্জেন্টিনার এমন বিদায় মানতে পারছেন না সাবেক এই খেলোয়াড়।

অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে আসর থেকে ছিটকে গেছে আর্জেন্টিনা। হারের পর সংবাদ সম্মেলনে এসে মাসচেরানো বলেন, ‘এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’

পুরো ম্যাচে দারুণ খেলেছে আর্জেন্টিনা। কেবল ফিনিশিংয়ে নিজেদের চেনাতে পারেনি মাসচেরানোর দল। এ নিয়ে খানিক আক্ষেপ ঝরলো সাবেক ডিফেন্ডারের কণ্ঠে, ‘যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো।’

আরো পড়ুন:

১৬টি গোলের সুযোগ তৈরি করেও একবার জাল লক্ষ্যভেদ করতে পারেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোচের মতে, সেমিফাইনালে যাওয়া তাদের ভাগ্যে ছিল না, ‘আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’

এমন হারের পর বিদায় নিয়েও আর ভাবছেন না আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা মাসচেরানো। টিওয়াইসি স্পোর্টসের এক প্রশ্নের উত্তরে সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার, ‘ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। আগে হোটেলে ফিরে হারটা হজম করার চেষ্টা করি।’

আর্জেন্টিনার এবারের অলিম্পিক দলে খেলেছেন বিশ্বজয়ী দলের তিন খেলোয়াড়। তবে বিশেষ কিছু করতে পারেননি তারা। তবুও তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মাসচেরানো, ‘তিন সিনিয়র খেলোয়াড়ের প্রতি আমি কৃতজ্ঞ। সাহায্য করতে তারা আমাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। তরুণদের প্রতিও কৃতজ্ঞতা।’

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়