ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

সাঁতারে বাছাইপর্বে ৮৯ জনে ৬৪তম হয়ে সোনিয়ার বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ৩ আগস্ট ২০২৪  
সাঁতারে বাছাইপর্বে ৮৯ জনে ৬৪তম হয়ে সোনিয়ার বিদায়

অলিম্পিকে নারীদের ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারের বাছাইপর্ব থেকেই বিদায় নিলেন বাংলাদেশের সেরা সাঁতারু সোনিয়া খাতুন। আজ শনিবার বিকেলে বাছাইপর্বের তৃতীয় হিটে পুলে নেমে ৩০.৫২ সেকেন্ড সময় নিয়ে যৌথভাবে ষষ্ঠ হন সোনিয়া। তাতে বিদায় নিশ্চিত হয় তার।

বাছাইপর্বে অংশ নেওয়া ৮৯ জন সাঁতারুর মধ্যে ৬৪তম হয়েছেন সোনিয়া। হিটে প্রথম হয়েছেন সুইডেনের সারাহ। তিনি সময় নিয়েছেন ২৩.৮৫ সেকেন্ড। ২৪.২৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন পোল্যান্ডের কাতারজিনা। যুক্তরাষ্ট্রের গ্রেটচেন ২৪.৩৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

অলিম্পিকের মঞ্চে সোনিয়ার প্রত্যাশা ছিল ক্যারিয়ার সেরা টাইমিং করার। কিন্তু সেটিও করতে পারেননি তিনি। তার সেরা টাইমিং ছিল ৩০.১১ সেকেন্ড। আজ করেন ৩০.৫২।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়