ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

‘আসুন বিভক্ত হওয়ার বদলে এক হই’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ২১:১০, ৩ আগস্ট ২০২৪
‘আসুন বিভক্ত হওয়ার বদলে এক হই’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে এক হওয়ার বার্তা দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শিক্ষার্থীদের আন্দোলনে আগে থেকেই সমর্থন দিয়ে আসছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল। এবার দেশের মানুষকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

এক ফেসবুক পোস্টে জামাল লিখেন, ‘বাংলাদেশের সকলের জন্য প্রার্থনা। বাংলাদেশে থাকা সবার উদ্দেশে, আমি আপনাদের দেখছি আর অনুসরণ করছি। প্রার্থনা করছি সামনে সুদিনের জন্য ইন শা আল্লাহ। আসুন বিভক্ত হওয়ার বদলে এক হই।’

এর আগে এক ভিডিও বার্তায় জামাল বলেছিলেন, ‘ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি।’

আরো পড়ুন:

‘ছাত্রদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পোড়ানো হয়েছে এবং অনেক আহত-নিহত হয়েছে।’-যোগ করেন তিনি।

জামাল আরও বলেন,‘কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের দেখাই। তারা দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যিই ভালো লাগে।’

নিরাবতা ভেঙে এই আন্দোলনে সমর্থন দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়