ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

ভারতকে ২৪১ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৪ আগস্ট ২০২৪  
ভারতকে ২৪১ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

প্রথম ওয়ানডে টাই হওয়ার পর আজ রোববার (০৪ আগস্ট) কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ভারত। লঙ্কানরা আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করেছে। জিততে এবং সিরিজে এগিয়ে যেতে ভারতকে করতে হবে ২৪১ রান।

ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কাকে উইকেটের পেছনে তালুবন্দি করান মোহাম্মদ সিরাজ।

সেখান থেকে আভিস্কা ফার্নান্দো ও কুসল মেন্ডিস ৭৪ রানের জুটি গড়েন। এরপর দ্রুত আরও দুটি উইকেট হারায় লঙ্কানরা। ৭৪ রানের মাথায় আভিস্কা ও ৭৯ রানের মাথায় ফেরেন কুসল। আভিস্কা ৫ চারে ৪০ ও কুসল ৩ চারে করেন ৩০ রান।

আরো পড়ুন:

১১১ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। এ সময় সাদিরা সামারাবিক্রমা ফিরেন ১৪ রান করে। ১১৪ রানের সময় আউট হন জেনিথ লিয়ানাগে। তিনি করেন ১২ রান। ১৩৬ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর হাল ধরেন দুনিথ ওয়েলালাগে ও কামিন্দু মেন্ডিস। তাদের দুজনের ব্যাটে ভর করে শ্রীলঙ্কা ২৪০ পর্যন্ত যেতে পারে। ওয়েলালাগে ১ চার ও ২ ছক্কায় ৩৯ ও কামিন্দু ৪ চারে করেন ৪০।

বল হাতে ওয়াশিংটন সুন্দর ১০ ওভারে ১ মেডেনসহ ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন। কুলদীপ ১০ ওভারে ১ মেডেনসহ ৩৩ রান দিয়ে নেন ২টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়