ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভ্যান্ডারসের ৬ উইকেটে এলোমেলো ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১০, ৪ আগস্ট ২০২৪  
ভ্যান্ডারসের ৬ উইকেটে এলোমেলো ভারত

এর আগে ২১ ওয়ানডে খেললেও বলার মতো কোনো অর্জন নেই জেফরি ভ্যান্ডারসের। নিজের ২২তম ম্যাচে শ্রীলঙ্কান এই লেগ স্পিনার যা করলেন তা রীতিমত বিস্ময়কর। জাদুকরী বোলিংয়ে ৬ উইকেট নিলেন এক স্পেলেই। তাতে ওলটপালট ভারতের ব্যাটিং। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে যেখানে জয়ের পথে ছিল ভারত, ভ্যান্ডারসের ৬ উইকেটে ছন্দপতনে ম্যাচ হেরেছে গৌতম গাম্ভীরের দল। প্রথম ওয়ানডে টাই হওয়ার পর দ্বিতীয় ওয়ানডে হেরেছে টিম ইন্ডিয়া। ৩২ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। 

কলম্বোতে টস জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং ভালো হয়নি। ভারতের বোলাররা লক্ষ্য নাগালে রেখেছিল। ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে কেবল ২৪০ রান। জবাবে ভারত পাওয়ার প্লে’তে ৭৬ এবং উদ্বোধনী জুটিতে ৯৭ রান তুলে নেয়। মনে হচ্ছিল রোহিত শর্মা ও শুভমান গিল ম্যাচটা সহজেই জিতিয়ে আসবেন। কিন্তু ভ্যান্ডারসের দান তখনও বাকি ছিল। 

আরো পড়ুন:

৩৪ বছর বয়সী স্পিনার নিজের দ্বিতীয় ওভারে ব্রেক থ্রু এনে দেন। ফেরান ভারতের অধিনায়ক রোহিতকে (৬৪)। এরপর একে একে তার শিকার গিল (৩৫), দুবে (০), কোহলি (১৪), আইয়ার (৭) ও রাহুল (০)। ৯৭ থেকে ১৪৭ রানে যেতে ৬ উইকেট নেই ভারতের। সবকটি উইকেটই পেয়েছেন তিনি। তাও এক স্পেলে। তার ছোবলে ভারত আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। 

শেষ দিকে শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা ৩ উইকেট নিলে ম্যাচটা সহজেই জিতে নেয় স্বাগতিকরা। ২০৮ রানে অলআউট ভারত। অক্ষর পাটেল ৪৪ রান করে পরাজয়ের ব্যবধান কমান।

শ্রীলঙ্কার ব্যাটিংও তেমন জমেনি। ১৩৬ রান তুলতেই ৬ ব্যাটসম্যানকে হারায় তারা। সেখান থেকে দুনিথ ওয়েলাগে ও কামিন্দু মেন্ডিস জুটি বাঁধেন। ৭২ রান যোগ করেন সপ্তম উইকেটে। ওয়েলাগে ৩৯ ও মেন্ডিস ৪০ রান করেন। তাদের ফেরার পর স্বাগতিকদের ইনিংস আর বড় হয়নি। 

ভারতের হয়ে বল হাতে ওয়াসিংটন সুন্দর ৩০ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন কুলদ্বীপ যাদব। 

৭ আগস্ট একই মাঠে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। ভারত সিরিজটি বাঁচাতে পারে কিনা দেখার।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়