বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নতুন মুখ দুই
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য আজ বুধবার (০৭ আগস্ট) দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৭ সদস্যের দলে ফিরেছেন পেসার নাসিম শাহ। আর শাহীন আফ্রিদিকে সরিয়ে সৌদ শাকিলকে করা হয়েছে সহ-অধিনায়ক। যথারীতি নেতৃত্ব দিবেন শান মাসুদ।
টেস্ট দলে নতুন মুখ দুইজন। তার মধ্যে আছেন ব্যাটসম্যান কামরান গোলাম, মুহাম্মদ হুরায়রা ও পেসার মোহাম্মদ আলী। ঘরোয়া ক্রিকেটে তাদের ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই টেস্ট দলে ডাকা হয়েছে।
সবশেষ যে টেস্ট দল অস্ট্রেলিয়া সফর করেছিল, সেখান থেকে বাদ পড়েছেন ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, নোমান আলী ও সাজিদ খান। আর ইনজুরির কারণে দলে নেই হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম।
বাংলাদেশের বিপক্ষের টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান দল রাওয়ালপিন্ডিতে আগামী ১১ আগস্ট শনিবার থেকে অনুশীলন শুরু করবে। তাদের তত্ত্বাবধান করবেন নতুন প্রধান কোচ জ্যাসন গিলেস্পি। আর সহকারী হিসেবে থাকবেন আজহার মাহমুদ।
বাংলাদেশ টেস্ট দলের আগামী ১৭ আগস্ট পাকিস্তান পৌঁছানোর কথা রয়েছে। ২১ থেকে ২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। আর ৩০ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত করাচিতে হবে দ্বিতীয় টেস্ট।
পাকিস্তানের টেস্ট স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মুহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।
ঢাকা/আমিনুল