ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

দুর্নীতির দায়ে পাঁচ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৩৯, ৭ আগস্ট ২০২৪
দুর্নীতির দায়ে পাঁচ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার

দুর্নীতির দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার ইহসানউল্লাহ জানাত। এই সময়ে কোনো ধরণের ক্রিকেটে মাঠে নামতে পারবেন না এই ওপেনার ব্যাটসম্যান। এক বিজ্ঞপ্তিতে ইহসানউল্লাহর নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আজ বুধবার (৭ আগস্ট) আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় মৌসুমে এসিবি ও আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গ করেছেন ২৬ বছর বয়সী ইহসানউল্লাহ।

বিবৃতিতে এসিবির ভাষ্য, ‘ইহসানউল্লাহ জানাত দুর্নীতিবিরোধী নীতিমালার ২.১.১ ধারা ভঙ্গ করেছেন। যে ধারায় ম্যাচের ফলাফলে অবৈধভাবে প্রভাব রাখার চেষ্টা করার কথা বলা আছে। ক্রিকেট সংশ্লিষ্ট কাজে তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন ইহসানউল্লাহ।’

আরো পড়ুন:

শুধু ইহসানউল্লাহ নয়, এসিবির দুর্নীতিবিরোধী ইউনিট আরও তিন আফগান ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করেছে। যথাযথ প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আফগানিস্তান জাতীয় দলের হয়ে ২০১৭ সালে অভিষেক হয় ইহসানউল্লাহর। তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ খেলেছেন ২০টি। এর মধ্যে ১৬টি ওয়ানডে, ৩টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি রয়েছে। ওয়ানডেতে রান করেছেন ৩০৭। ২০২২ সালের জুনের পর আফগানিস্তানের হয়ে আর খেলেননি তিনি।

ইহসানউল্লাহর বড় ভাই নওরোজ মঙ্গল। যিনি আফগানিস্তান ক্রিকেটের ভিত্তি গড়ার মূল কারিগরদের একজন। নওরোজ মঙ্গল ২০০৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছেন। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়কও তিনি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়