জর্জি-বাভুমার ফিফটির পর লড়াইয়ে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের প্রথমদিন বৃষ্টির কারণে মাত্র ৯০ বল খেলা হয়েছিল। ১ উইকেট হারিয়ে ৪৪ রান তুলতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে তারা টনি ডি জর্জি ও টেম্বা বাভুমার ফিফটিতে দলীয় সংগ্রহে আরও ৩০০ রান যোগ করে। তাতে ৮ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে।
অবশ্য ভালো অবস্থানে থেকেও আক্ষেপ রয়েছে সফরকারীদের। কারণ। তারা শেষ চারটি উইকেট হারিয়েছে মাত্র ৮৪ রানে। ৪ উইকেট হারিয়ে ২৪৪ রান তুলেছিল প্রোটিয়ারা। সেখান থেকে ৩২৮ রানে যেতে হারায় আরও ৪ উইকেট।
ব্যাট হাতে দ্বিতীয় দিনে অধিনায়ক বাভুমা ৭টি চার ও ১ ছক্কায় ৮৬ রান করেন। আর জর্জি ৭ চার ও ২ ছক্কায় করেন ৭৮ রান। এর বাইরে কাইল ভেরেনি ৩৯, ডেভিড বেডিংহ্যাম ২৯ ও ট্রিস্টান স্টাবস ২০ রান করেন।
উইয়ান মুল্ডার ৪টি চার ও ১ ছক্কায় ৩৭ ও কাগিসু রাবাদা ২ চারে ১২ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন আজ শুক্রবার রাতে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান ৩টি এবং কেমার রোচ ও জয়ডেন সিলস ২টি করে উইকেট নেন।
ঢাকা/আমিনুল