ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

বসতে চান আসিফের সঙ্গে 

বিসিবি সংস্কারের রূপরেখা নিয়ে প্রস্তুত ফাহিম  

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১০ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:০০, ১০ আগস্ট ২০২৪
বিসিবি সংস্কারের রূপরেখা নিয়ে প্রস্তুত ফাহিম  

পুরো দেশের সিস্টেমকে সংস্কারের অঙ্গীকার নিয়ে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তারই ধারবাহিকতাই বিসিবিকে সংস্কারের রূপরেখা নিয়ে প্রস্তুত রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। 

শনিবার (১০ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নাম্বার গেইটের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফাহিম। এ সময় তিনি নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংস্কারের রূপরেখা তৈরি রাখার কথা জানান। 

‘এটা (রূপরেখা) নিয়েই তো আমরা বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের কি রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোন কারণ নেই।’ 

আরো পড়ুন:

ফাহিম দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে আছেন। ক্রিকেট কোচ হিসেবে চাকরি শুরু করেন বিসিবিতে। এরপর হাইপারফর্মেন্স বিভাগ, ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল এবং সর্বশেষ বিসিবির নারী বিভাগে কাজ করেছেন। বিসিবির ছাড়ার পর বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ছিলেন লম্বা সময়।  

সর্বশেষ বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩ এ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়েছেন নাজমূল আবেদীন। সেবার হেরে যান খালেদ মাহমুদ সুজনের কাছে। 

ফাহিম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও বসবেন প্রয়োজনে, ‘অবশ্যই। সেখানে যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই অংশগ্রহন করব। শুধু আমার কথা নয়, যারা এসব বিষয়ে অবগত আছেন, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়া দরকার। তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হয়।’

‘আমি যদি ফরমালি কিছু করি, আমি নিশ্চয়ই আলাপ করব। আমি চাইব কম্প্রিহেনসিভ একটা রূপরেখা নিয়ে আসতে। যেন আমরা যারা দায়িত্বে আছেন তাদের সাহায্য করতে পারি। আমি আবারো বলি, এটা আমার ব্যাপার নয়। উপদেষ্টাদের কথা বললেন, তাঁরা চায় সিস্টেমটাকে ঠিক করতে। যারা সিস্টেম ভালোভাবে চালাতে পারবে সেই ক্রিকেট বোর্ডে আসার যোগ্যতা রাখে’-যোগ করেন ফাহিম। 

বিসিবির দায়িত্ব নেয়ার মতো দেশে, দেশের বাইরে অনেক যোগ্য লোক আছে বলে মনে করেন ফাহিম, ‘এটা আমার ব্যাপার নয়। সত্যিকার অর্থেই যারা ক্রিকেটে ভালো চায়, আর ক্রিকেট বাংলাদেশকে যেভাবে বিশ্বে প্রতিনিধিত্ব করে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোন উপায় নেই। এখানে সঠিক ব্যক্তিত্বের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আছে, দেশের বাইরে অনেক লোক আছে যারা যথেষ্ট অভিজ্ঞ।’ 

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়