ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

‘এ’ দলের চাদরে মুশফিক-মুমিনুলের অন্যরকম লড়াই 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১২ আগস্ট ২০২৪  
‘এ’ দলের চাদরে মুশফিক-মুমিনুলের অন্যরকম লড়াই 

বাংলাদেশ ‘এ’ দলের চাদরে চারদিনের ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির ষোলোকলা পূর্ণ করতে চান মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। সেই লক্ষ্য পূরণে তিন দিন দেরিতে পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল।

ইসলামাবাদ ক্লাবে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আরও তিন দিন আগে। শেখ হাসিনা সরকারের পতনের পর ফ্লাইট জটিলতায় যেতে দেরি। এদিকে বাধাগ্রস্থ হচ্ছিলো মুশফিকদের টেস্ট সিরিজের প্রস্তুতি। 

বাংলাদেশ ‘এ’ অধিনায়ক এনামুল হক বিজয়ের চোখেও পাকিস্তান সিরিজ। অভিজ্ঞদের জন্য প্রস্তুতি মঞ্চ আর তরুণদের জন্য নিজেদের দাবি জানানোর মঞ্চ হিসেবে ম্যাচটিকে দেখছেন তিনি। 

আরো পড়ুন:

‘পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এবং সিনিয়রদের সঙ্গে তরুণদেরও নিজেদের চেনানোর জন্য সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নাসিম শাহর মতো তারকা পেসার আছেন শাহিনসে। তাই তাদের তাদের গুরত্বের সঙ্গে নিয়েছেন এনামুল, ‘আমরা পাকিস্তান শাহিনসের বিপক্ষে তাদের মাঠে লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। পেস বোলিং বিভাগ বিচেনায় শাহিনস স্কোয়াডকে শক্তিশালী মনে হচ্ছে। দুই দলের বেশ অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে প্রথম চার দিনের ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

এদিকে এনামুলের মতো একই ভাবনা পাকিস্তান শাহিনস অধিনায়কের সৌদ শাকিলের, ‘পাকিস্তান শাহিনস দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য সম্মানের। অতীতে কয়েকবার এই দলকে নেতৃত্ব দিয়েছি। আমি সবসময় আমার অধিনায়কত্ব উপভোগ করি কারণ আমি স্বাভাবিকের চেয়ে বেশি খেলায় জড়িত থাকি।’

‘এই চার দিনের সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কিছু খেলোয়াড় সম্প্রতি লাল বলের ক্রিকেট খেলেনি। মঙ্গলবার থেকে শুরু হওয়া ম্যাচটি টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের প্রস্তুতি নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।’- যোগ করেন শাকিল।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়