ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিউস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ১০:০৩, ১৩ আগস্ট ২০২৪
সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিউস

লা লিগায় গেল মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। রিয়ালের শিরোপা জয়ের পেছনের নায়ক এই উইঙ্গার। তাকে নিয়ে ক্লাবগুলোর আগ্রহও কম না। এবার এলো নতুন খবর, সৌদি প্রো লিগ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন ভিনিসিউস।

ক্রীড়াভিত্তিক পোর্টাল দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ভিনিসিউসকে নিজ দেশের ক্লাবে কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছিল সৌদি আরব। সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রতিনিধিরা দলবদলের জন্য ভিনিসিউসের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।

ভিনিসিউসের জন্য বড় অঙ্কের অর্থের প্রস্তাবও দিয়েছেন তারা। তবে তাদের প্রস্তাব উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ। তার ভাবনায় শুধুই রিয়াল মাদ্রিদ। রিয়ালের সঙ্গে আরও কয়েক মৌসুম কাটানোর কথা ভাবছেন তিনি। তাতে বাড়তে পারে চুক্তির মেয়াদ।

রিয়ালের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিও আছে ভিনিসিউসের। এদিকে তার রিলিজ ক্লজ এক বিলিয়ন ইউরো। এমনকি ভিনিকে রিয়ালের নতুন প্রস্তাব দেওয়ার কথাও শোনা যাচ্ছে। ফলে অদূর ভবিষ্যতে অন্য কারো ভিনিসিউসকে পাওয়ার আশা যে নেই, তা বলাই যায়।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়