ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিসিবিতে সেনা মোতায়েন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৪৪, ১৩ আগস্ট ২০২৪
বিসিবিতে সেনা মোতায়েন

ছবি: রাইজিংবিডি

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রতিদিনই উপেক্ষিত ক্রীড়া সংগঠকদের মহড়া চলছে। দল-বল নিয়ে এসে নিজেদের দাবি দাওয়া জানিয়ে যাচ্ছেন, মুখোমুখি হচ্ছেন সংবাদ মাধ্যমের। 

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) অষ্টম দিনে এসে দেখা গেছে ভিন্ন চিত্র। এ দিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেট সংলগ্ন বিসিবি অফিসের সামনে সেনাবাহীনী মোতায়েন করা হয়।

সরকার পতনের পর এই প্রথম বিসিবিতে সেনা মোতায়েনের দৃশ্য দেখা যায়। তবে সামনেও সেনা মোতায়েন হবে কী না তা জানা যায়নি। বিসিবির এইচআর, অ্যাডমিন ও নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মেজর হাসিন উজ-জামানকে এই বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

আরো পড়ুন:

এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনা মোতায়েন করা হয়েছে। আজ বিসিবিতে আসেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক বিপ্লব। 

আমিনুলের সঙ্গে কয়েকজন ক্রীড়া সংগঠকসহ আরও অনেকেই ছিলেন। তারা প্রথমে এসে দুই নাম্বার গেটের সামনে জমায়েত হন, এরপর ব্যানার নিয়ে ভেতরে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখিও হন।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়