ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১৩ আগস্ট ২০২৪  
টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন অ্যান্ডারসন

বয়স তার ৪২ পেরিয়ে গেছে। এই বয়সে কিছুদিন আগেও খেলেছেন টেস্ট। যদিও এরপর অবসরে গিয়েছেন। কিন্তু ক্রিকেট ছাড়ছেন না জেমস অ্যান্ডারসন। জানিয়েছেন টেস্ট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। যদিও সবশেষ তিনি টি-টোয়েন্টি খেলেছিলেন এক দশক আগে।

খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে অ্যান্ডারসন বলেছেন, ‘আমি অনুভব করছি এখনও আমার কিছু দেওয়ার আছে। আমি আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চাই। যদিও আমি জানি না সেটা কোন ফরম্যাট। এই মুহূর্তে আমি যেকোনো কিছুর জন্যই উন্মুক্ত। সামনের বছরগুলোতে অবশ্য বুঝতে পারবো যে কোনটা আমার করা উচিত।’

তিনি আরও বলেন, ‘শীতে দুটি টেস্ট সফর আছে। আমি নিশ্চিত নই সেখানেও কোচের ভূমিকায় থাকবো কিনা। আসলে ভাবার জন্য আমার হাতে যথেষ্ট সময় রয়েছে। আমাকে আসলে সবার সঙ্গে বসতে হবে এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আমি হানড্রেড লিগের খেলা দেখছিলাম এবং দেখছিলাম যে প্রথম থেকেই বল বেশ সুইং করছে। আমি মনে করি এটা আমিও করাতে পারি। আমার এখনও সেই সুযোগ রয়েছে। সাদা বলের ক্রিকেট নিয়ে কাজ করাটা আমার জন্য একটা ভালো বিকল্প। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, যেখানে আমি কখনো কাজ করিনি।’

আরো পড়ুন:

সবশেষ ২০১৯ সালে অ্যান্ডারসন সবশেষ সাদা বলের ক্রিকেট খেলেছিলেন। আর ২০১৪ সালে সবশেষ খেলেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেট। কিন্তু ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি মনে করছেন এখনও তার দেওয়ার আছে কিছু।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়