ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কে হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, জানালো সুপার কম্পিউটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১০:০৫, ১৪ আগস্ট ২০২৪
কে হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, জানালো সুপার কম্পিউটার

ইউরোপের ফুটবলে সবচেয়ে জমজমাট আসর ইংলিশ প্রিমিয়ার লিগ।এই আসর শুরুর আগেই উত্তাপ ছড়িয়ে যায় ইউরোপের ফুটবলের পাড়ায়। এবারও ব্যক্তিক্রম হচ্ছে না। এই লড়াইয়ে এবার শামিল হচ্ছে সুপার কম্পিউটারও। আসন্ন মৌসুমে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হিসেবে তারা দার করিয়েছে গেলবারের চ্যাম্পিয়ন ম্যানসিটিকে।

ফুটবলের পরিসংখ্যান ও তথ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’। তাদের সুপার কম্পিউটারের মতে, ২০২৪–২৫ মৌসুমেও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি। সুপার কম্পিউটারের হিসাবে টানা পঞ্চমবারের মতো সিটির লিগ জয়ের সম্ভাবনা ৮২.২০%।

কি হিসেবে ম্যানসিটিকে চ্যাম্পিয়ন ধরে রেখেছে সুপার কম্পিউটার? অপ্টা তাদের ওয়েবসাইটে বলেছে, ‘আমরা (আসন্ন) ২০২৪–২৫ মৌসুমের ১০ হাজার পরিস্থিতির অনুকৃতিতৈরি করেছি। তাতে দেখা যাচ্ছে ম্যানচেস্টার সিটির মতো চ্যাম্পিয়ন হওয়ার জোরালো সম্ভাবনা অন্য কোনো দলের নেই।’

আরো পড়ুন:

আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ।এই আসরে রানার্সআপ হবে কে সেটাও জানিয়েছে সুপার কম্পিউটার। ২০২৪–২৫ মৌসুমে রানার্সআপ হিসেবে আর্সেনালের নাম জানিয়েছে সুপার কম্পিউটার। গানারদের শিরোপা জয়ের সম্ভাবনা ১২.২০%। লিভারপুলের সম্ভাবনা ৫.১০%। চেলসি (০.২০%) ও নিউক্যাসল ইউনাইটেডেরও (০.১০%) সম্ভাবনা আছে।

২০২৩–২৪ মৌসুমে সুপার কম্পিউটার যে ভবিষ্যদ্বাণী করেছিল সেটা সত্যি প্রমাণিত হয়েছে। শুধু চ্যাম্পিয়ন দলই নয়, শীর্ষ তিনে কারা থাকবে; গত মৌসুমে সেই ভবিষ্যদ্বাণীও মিলে গিয়েছিল। এবার কি হয় সেটাই দেখার পালা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়