ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বাবরের আরও কাছে রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৪ আগস্ট ২০২৪  
বাবরের আরও কাছে রোহিত

ওয়ানডে ব্যাটসম্যানদের আইসিসি র‌্যাংকিংয়ে বাবর আজমের আরও কাছে পৌঁছেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আজ বুধবার (১৪ আগস্ট) আইসিসি প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে ৭৬৫ রেটিং পয়েন্ট। অন্যদিকে শীর্ষে থাকা বাবরের রেটিং ৮২৪।

দ্বিতীয় স্থানে থাকা শুভমান গিল ৭৬৩ রেটিং নিয়ে নেমে গেছেন তৃতীয় স্থানে। যথারীতি বিরাট কোহলি ৭৪৬ রেটিং নিয়ে আছেন চতুর্থ স্থানে। আর আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর কোহলির সমান ৭৪৬ রেটিং নিয়ে একধাপ উন্নতি করে উঠে এসছেন পঞ্চম স্থানে। শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাও একধাপ উন্নতি করে অষ্টম স্থানে অবস্থান নিয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল। তবে রোহিত হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৫২.৩৩ গড়ে রান করেছিলেন ১৫৭টি। প্রথম ম্যাচে ৫৮ করার পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৬৪। আর শেষ ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছিল ৩৫ রান।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়