ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪

দাবা ইভেন্টের গ্রুপপর্বের খেলা বৃহস্পতিবার শুরু

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১৪ আগস্ট ২০২৪  
দাবা ইভেন্টের গ্রুপপর্বের খেলা বৃহস্পতিবার শুরু

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে গেল ১২ জুলাই, থেকে শুরু হয়েছিল ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪।’ এরপর অনিবার্য কারণবশত এই ফেস্টিভ্যালে বিরতি দেওয়া হয়।

তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে আবার শুরু হচ্ছে এই ক্রীড়া উৎসব। সকাল থেকে ক্র্যাব কার্যালয়ে দাবা ইভেন্টের গ্রুপপর্বের বাকি খেলা শুরু হবে। ক্র্যাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

সকাল ১০টায় ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবেন রফিকুল ইসলাম আজাদ ও এহসান পারভেজ তুহিন। অপর ম্যাচে লড়বেন আলী তালুকদার ও জিলানী মিলটন।

আরো পড়ুন:

সকাল সাড়ে ১০টায় ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবেন কামাল হোসেন তালুকদার ও নুরুজ্জামান লাবু। অপর ম্যাচে মুখোমুখি হবেন আমানুর রহমান রনি ও দেব দুলাল মিত্র।

বেলা ১২টায় ‘সি’ গ্রুপের ম্যাচে লড়বেন সাইফ বাবলু ও সাজ্জাদ মাহমুদ খান। আরেক ম্যাচে খন্দকার হানিফ রাজার সঙ্গে খেলবেন ইকরামুল কবীর টিপু। একই সময়ে ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবেন মো. সহিদুল ইসলাম রানা ও রেজোয়ান বিশ্বাস। একই গ্রুপের আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাখাওয়াত হোসেন কাওসার ও মনিরুজ্জামান উজ্জ্বল।

চার গ্রুপ থেকে সেরা চারজন সেমিফাইনালে উত্তীর্ণ হবেন। সেখান থেকে সেরা দুইজন খেলবেন ফাইনাল।

ইনডোর ও আউটডোরে মোট ১১টি ডিসিপ্লিন ও ইভেন্ট রয়েছে এবারের এই আয়োজনে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- দাবা, ক্যারম, স্পেডট্রাম, অকশন ব্রিজ, শ্যুটিং, ম্যারাথন, লুডু, ফুটবল, ভলিবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন।

এছাড়া এবারের ক্রীড়া প্রতিযোগিতায় যেসব সিনিয়র সদস্য অংশগ্রহণ করতে পারবেন না তাদের মধ্যে দশজনকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করছে ওয়ালটন। পাশাপাশি সদস্যদের স্ত্রীদের জন্য লুডু খেলার আয়োজন থাকছে।

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের ইভেন্ট পার্টনার ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়