ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

ছুরিকাঘাতে হাসপাতালে ইয়ামালের বাবা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৫ আগস্ট ২০২৪  
ছুরিকাঘাতে হাসপাতালে ইয়ামালের বাবা

বার্সেলোনা ও স্পেনের ১৭ বছর বয়সী ফুটবল প্রতিভা লামিনে ইয়ামালের বাবা ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার ছুরিকাঘাতের শিকার হন তিনি।

স্থানীয় পত্রিকা ‘লা ভাঙ্গুয়ারদিয়া’র প্রতিবেদন থেকে জানা যায়, ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরের শহর মাতারো নামক স্থানের পাকিংয়ে একাধিকবার ছুরিকাঘাতের শিকার হন। এরপর তাকে উদ্ধার করে পুজোল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা জানিয়েছেন শারীরিক অবস্থা খারাপ হলেও স্থিতিশীল রয়েছে।

বার্সেলোনার পুলিশ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, ইয়ামালের বাবার ওপর হওয়া হামলায় একাধিক ব্যক্তি অংশ নিয়েছিল। পুলিশ ইতোমধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। যদিও তাদের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

জুলাইতে স্পেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে। ইয়ামাল সেই দলের সদস্য ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ২-১ ব্যবধানের জয়ের গোলে অ্যাসিস্টও করেছিলেন। শুধু তাই নয়, ইউরো-২০২৪ এর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়