ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

অস্ট্রেলিয়ায় জয় পেলেন আকবর-তামিমরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:১৪, ১৫ আগস্ট ২০২৪
অস্ট্রেলিয়ায় জয় পেলেন আকবর-তামিমরা

ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় আয়োজিত ২০২৪ টপ ইন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেলেন আকবর আলী ও তানজিদ হাসান তামিমরা। আজ বৃহস্পতিবার সকালে তারা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।

আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি রিপন মন্ডল ও আবু হায়দার রনির বোলিং তোপের মুখে পড়ে। ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারে না। জবাবে জিশান আলমের ফিফটি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই জিতে যায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দল।

জিশান করেন ৫০ রান। তিনি ৩৬ বলে ১টি চার ও ২ ছক্কায় এই রান করেন। ইমনের ব্যাট থেকে আসে ২৩ রান। এছাড়া তামিম করেন ১৮ রান। বল হাতে অস্ট্রেলিয়ান টেরিটরির জ্যাক স্মিথ ২৯ রান দিয়ে ২টি উইকটে নেন।

আরো পড়ুন:

তার আগে বাংলাদেশের রিপন ২৬ রান দিয়ে ৩টি ও রনি সমান রান দিয়ে ২টি উইকেট নেন। ১৪ রানে ১ উইকেট নেন মাহফুজুর রহমান।

ব্যাট হাতে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির মিকি ম্যাকনামারা ৩৬, স্কট মার্ন ২০ ও টেইলার হায়স অপরাজিত ১৫ রান করেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়