ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, ভারতের চোখ অলিম্পিকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:০২, ১৬ আগস্ট ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, ভারতের চোখ অলিম্পিকে

চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেখা দিয়েছে সংশয়। এক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের এগিয়ে আসার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেদিকে যাচ্ছে না তারা। তাদের লক্ষ্য এখন বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট অলিম্পিক গেমস। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত।

অলিম্পিকের পরবর্তী আসর বসবে ২২৮ সালে লস অ্যাঞ্জেলেসে। ২০৩২ সালের অলিম্পিকের শহর অস্ট্রেলিয়ার ব্রিসবেন। এর পরের অলিম্পিক, অর্থাৎ ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মোদি বলেছেন, ভারত ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে। এবারের অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দনও জানান মোদি।

মোদি বলেন, ‘আজ আমাদের মধ্যে ভারতের সেই যুবারা উপস্থিত, যারা অলিম্পিকে ভারতের পতাকা ওপরে তুলে ধরেছেন। আমি ১৪০ কোটি ভারতবাসীর অন্তরের গভীর থেকে তাদেরকে অভিনন্দন জানাই। যারা প্যারা অলিম্পিকে অংশ নেবেন, তাদেরও শুভেচ্ছা জানাই।’

অলিম্পিক আয়োজন প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর ভাষ্য, ‘আমরা কিছু দিন আগে জি২০ সম্মেলন করেছি। রাষ্ট্র হিসেবে এ ধরনের আয়োজনের সক্ষমতা ভারত বিশ্বের সামনে প্রমাণ করেছে। ভারত এখন স্বপ্ন দেখে ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের। এ ব্যাপারে প্রস্তুতিও শুরু করেছি আমরা।’

মোদি আশাবাদী হলেও তাকিয়ে থাকতে হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) দিকে। অলিম্পিকের আয়োজক কোন দেশ হবে, সেটা ঠিক করবে তারাই। তাদের আরেকটি অঙ্গ সংস্থা ফিউচার হোস্ট কমিশন (এফএইচসি) আইওসির পক্ষে বিষয়টি নির্ধারণ করে।

ভারতের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ২০১০ সালের কমনওয়েলথ গেমস। দিল্লিতে আয়োজিত সেই গেমসে ৭৭টি দেশের চার হাজারের বেশি ক্রীড়াবিদ ২৭২টি ইভেন্টে অংশ নেন। এর আগে দিল্লিতে ১৯৮২ সালে অনুষ্ঠিত হয় ৩৩ দেশের এশিয়ান গেমস। এছাড়া ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল ভারত।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়