ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ শ্রীলঙ্কান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১৭ আগস্ট ২০২৪  
ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ শ্রীলঙ্কান ক্রিকেটার

ডোপিংয়ের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনে। খেলোয়াড়রা একের পর এক নিষিদ্ধ হচ্ছেন। এবার ডোপিং আইন ভঙ্গের দায়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। তাকে নিয়ে তদন্ত চলমান বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএলে) সময় ডোপিং টেস্ট উতরাতে পারেননি ডিকওয়েলা। যা বৈশ্বিক অ্যান্টিডোপিং নীতিমালার পরিপন্থী। দলে তদন্তের মুখে পড়ে যান তিনি। তদন্ত শেষে সিদ্ধান্ত আসার আগে কোনো ধরণের ক্রিকেটে অংশ নিতে পারবেন না ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।

ডিকওয়েলা এলপিএলে গল মারভেলসের অধিনায়ক ছিলেন। ২০১৪ সালে জাতীয় দলের হয়ে তার পথচলার শুরু। শ্রীলঙ্কার জার্সি গায়ে ডিকওয়েলা সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের মার্চে। চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও খেলার সুযোগ পাননি।

আরো পড়ুন:

এর আগেও অবশ্য শৃঙ্খলাজনিত কারণে শাস্তি পেয়েছিলেন ডিকওয়েলা। ২০২১ সালে করোনা মহামারির মধ্যে ‘বায়ো-বাবল’ প্রটোকল ভেঙে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ডিকভেলা এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৫৪ টেস্ট, ৫৫ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন এই ক্রিকেটার।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়