ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

আইপিএল নিলামে ঝড় তুলতে পারেন যে তিন বিদেশী ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৩৬, ১৮ আগস্ট ২০২৪
আইপিএল নিলামে ঝড় তুলতে পারেন যে তিন বিদেশী ক্রিকেটার

আইপিএলের আসন্ন মৌসুমকে সামনে রেখে ভারতের ক্রিকেটে সাজসাজ রব। ২০২৫ সালের অষ্টাদশ আসরের জন্য দলগুলোও প্রস্তুত। এই আসরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। প্রতিবারই নিলামের টেবিলে ঝড় তোলেন বিদেশী ক্রিকেটাররা। যাতে তারকা-মহাতারকা থেকে শুরু করে নবাগতরাও থাকেন।

এবারের আসরের নিলামেও বিদেশী ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি লাগবে সেটা অনুমেয়। তার আগে দেখে নেওয়া যাক এমন তিন বিদেশী ক্রিকেটারকে যারা আসন্ন নিলামে ঝড় তুলতে পারেন।

গ্লেন ম্যাক্সওয়েল
২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন গ্লেন ম্যাক্সওয়েল। দলটির হয়ে পরপর দুই মৌসুমে দুর্দান্ত খেলেন ম্যাক্সওয়েল। সেই থেকে বেঙ্গালুরুর শিবিরেই আছেন ম্যাক্সওয়েল। তবে ২০২৪ সালের আসরটা একদম বাজে কেটেছে অস্ট্রেলিয়ান তারকার। আসন্ন মৌসুমে তাকে ছেড়ে দিতে পারে বেঙ্গালুরু।

আরো পড়ুন:

বেঙ্গালুরু ছেড়ে দিলে যে অন্য দলগুলো বসে থাকবে, সেতাও নয়। ক্রিকেটে সবচেয়ে বড় ব্যাপার হলো অভিজ্ঞতা আর তারকাখ্যাতি। যেসবের গুণেই মিলিয়ে নিলামে ম্যাক্সওয়েলকে নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা থাকছে। 

মিচেল স্টার্ক
আইপিএলের ২০২৪ সালের আসরের শুরুতে নিজেকে মেলে ধরতে পারেননি স্টার্ক। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চেনাতে থাকেন অজি তারকা। স্টার্ক সবচেয়ে বড় ভূমিকাটা রাখেন প্লে-অফ পর্বে। ২৫ কোটি রুপি দিয়ে কেন তাকে কলকাতা কিনেছিল সেটার প্রমাণ দেন বল হাতে। কলকাতাকে শিরোপা জেতানোর পথে স্টার্ক দেখিয়েছিলেন তার ক্লাস।

প্লে-অফে শেষ দুই খেলায় তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। সেই সঙ্গে কলকাতার ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কলকাতা এখনো স্টার্ককে রিটেইন করেনি। ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকছে। আসন্ন আসরে তাকে যদি নিলামে তোলা হয়। তাহলে নিশ্চিত বড় মঞ্চের খেলোয়াড়কে দলে টানতে চাইবেন সকল মালিকই।

হেনরিক ক্লাসেন
আইপিএলের ২০২৪ সালের আসরে ব্যাট হাতে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা। ট্রাভিস হেডের সঙ্গে ঝড় তুলেছিলেন হেনরিক ক্লাসেনও। তবে তাকে ধরে রাখার সম্ভাবনা খুব কম ফ্র্যাঞ্চাইজির। তাদের পছন্দের তালিকায় রয়েছেন হেড। 

ক্লাসেন যদি নিলামে আসেন, নিশ্চিতভাবেই অনেক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভেড়াতে চাইবে। দক্ষিণ আফ্রিকান এই হার্ডহিটারের জন্য যে নিলামের টেবিলে ঝড় উঠবে সেটা অনুমেয়। এছাড়া এমন সম্ভাবনাও থাকছে যে, হায়দ্রাবাদ ক্লাসেনকে ফিরিয়ে আনতে রাইট টু ম্যাচ কার্ডও ব্যবহার করতে পারে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়