‘শেষ’ থেকেই ‘শুরু’ করলো লেভারকুজেন
জার্মান বুন্দেসলিগায় আগের মৌসুমে ঝলক দেখিয়েছিল বায়ার লেভারকুজেন। অপরাজিত থাকার রেকর্ডে ইউরোপের সকল দলকে ছাড়িয়ে গিয়েছিল জাভি আলোনসোর দল। নতুন মৌসুমেও শেষ থেকেই শুরু করলো বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। জার্মান সুপার কাপের ফাইনালে স্টুটগার্টকে টাইব্রেকারে ২(৪)-(৩)২ গোলে হারিয়ে জিতে নিলো শিরোপা।
শনিবার (১৭ আগস্ট) বে–অ্যারেনায় ম্যাচের ১১ মিনিটেই ভিক্টর বোনিফেইসের গোলে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পরই সমতা ফেরান স্টুটগার্টের এনজো মিলট। প্রথমার্ধে আর কোনো গোলু হয়নি। এর মধ্যে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন মার্টিন টরিয়ের। লেভারকুজেন হয়ে যায় ১০ জনের দল।
লেভারকুজেনের একজন খেলোয়াড় কম থাকার সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় স্টুটগার্ট। লেভারকুজেন একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পাচ্ছিলো না। হার তখন দোরগোড়ায়, ঠিক তখনি ৮৮তম মিনিটে প্যাটট্রিক শিকের গোল। তাতেই ম্যাচ সমতায় এসে গড়ায় টাইব্রেকারে।
জাভি আলোনসো দায়িত্ব নেওয়ার পর এটি বায়ার্নের তৃতীয় শিরোপা। এর আগে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপাও জিতেছিল তারা। নতুন মৌসুমে লিগ শুরুর আগে এই শিরোপা আত্মবিশ্বাস যোগাবে বলেই কোচ আলোনসোর বিশ্বাস।
ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিটে একজন কম নিয়ে আমরা যেভাবে খেলেছি, সেটা অবিশ্বাস্য। যেভাবে মৌসুম শুরু হলো আমি আনন্দিত। আমরা স্পিরিট ফিরে পেয়েছি।’ ২৪ আগস্ট বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লেভারকুজেন।
ঢাকা/বিজয়