দ্বিতীয় টেস্টে জয়কে পাওয়ার আশা
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সময় কুঁচকির চোটে পড়েন মাহমুদুল হাসান জয়। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে না। তবে দ্বিতীয় টেস্টে তাকে নিয়ে আশা দেখছে টিম ম্যানেজম্যান্ট।
রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিজিও বায়েজিদ ইসলামের বরাত দিয়ে বিসিবি জানিয়েছে সুস্থ হয়ে ফিরতে তার ১০ থেকে ১৪ দিন সময় লাগবে।
‘জয় তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। এই ধরণের চোট থেকে সেরে উঠতে সাধারণত ১০ থেকে ১৪ দিন সময় লাগে। প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে না। তবে আমরা আশা করি ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য তাকে ফিট করা হবে’ -বলেছেন বায়েজিদ ইসলাম।
বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট থেকে। দ্বিতীয় টেস্ট হবে ৩০ আগস্ট থেকে। দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।
পাকিস্তান শাহীনসের বিপক্ষে দারুণ ব্যাটিং করা জয়ের চোটে ধাক্কা খেলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬৫ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি।
এর আগে অস্ট্রেলিয়াতেও এইচপি দলের হয়ে দারুণ খেলেন জয়। চারদিনের ম্যাচের দুই ইনিংসে ৬৯ ও ৬৫ রানের ইনিংস খেলেন তিনি।
এ ছাড়া বল হাতে ২১ রানে ৫ উইকেট নিয়ে দারুণ এক জয় এনে দেন। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবে ২১ আগস্ট থেকে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৩০ আগস্ট থেকে।
রিয়াদ/আমিনুল