বাংলাদেশ সিরিজে খেলবেন শামি?
সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। ফাইনালে তিনি গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন। এরপর আর খেলা হয়নি তার। তবে ইনজুরি থেকে সেরে উঠেছেন তিনি। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। কিন্তু আজ রোববার (১৮ আগস্ট) ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষের সিরিজেও খেলবেন না শামি।
তারকা এই পেসার ২০২৪-২০২৫ মৌসুমে রঞ্জি ট্রফিতে খেলবেন আগে। অক্টোবরের ১১ তারিখ থেকে রঞ্জি ট্রফিতে মাঠে নামবেন তিনি। এরপর ভারতের নিউ জিল্যান্ড সিরিজ থেকে খেলবেন। ১৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারত সফর করবে নিউ জিল্যান্ড দল। বর্তমানে জাতীয় ক্রিকেট একাডেমিতে নিজেকে প্রস্তুত করছেন শামি।
১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ঢাকা/আমিনুল