ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে আমির জামালকে খেলাবে না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৯ আগস্ট ২০২৪   আপডেট: ২০:৫২, ১৯ আগস্ট ২০২৪
বাংলাদেশের বিপক্ষে আমির জামালকে খেলাবে না পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দলে পরিবর্তনের ছড়াছড়ি। এবার ডানহাতি পেসার আমিল জামালকেও সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, জামালকে দলে রাখা হয়েছিল ফিট হয়ে ওঠা সাপেক্ষে। সেটা না হওয়ায় এই পেসারকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে এ সিরিজে তাকে দেখা যাবে না। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় পিঠের চোট পান জামাল।

এর আগে প্রথম টেস্টের দল থেকে এর ছেড়ে দেওয়া হয়েছিল লেগ স্পিনার আবরার আহমেদ ও টপ অর্ডার ব্যাটসম্যান কামরান গুলামকে। দুজনেরই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলার কথা।

আরো পড়ুন:

২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টে পুরো পেস বোলিং অ্যাটাক নিয়ে নামবে পাকিস্তান। আবরারকে এই কারণেই ছেড়ে দেওয়া হয়। তাতে প্রাথমিকভাবে ঘোষিত ১৭ জনের দল নেমে আসে ১৫ জনে। জামাল চলে যাওয়ার পর সেটি ১৪ জনে নেমে এলো।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দল:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান, সরফরাজ আহমেদ (উইকেটকিপার) ও শাহিন শাহ আফ্রিদি।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়