ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

তামিমের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার ‘বিসিবি ট্যুর’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৩৮, ১৯ আগস্ট ২০২৪
তামিমের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার ‘বিসিবি ট্যুর’

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে ঢুকেই তামিম ইকবাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে বললেন, ‘এখান থেকে সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায়।’ আসিফের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শনে তামিম যেন ছিলেন পথ-পদর্শক!

সোমবার (১৯ আগস্ট) দুপুর ১টায় বিসিবিতে আসেন ক্রীড়া উপদেষ্টা। তার আগেই উপস্থিত হন তামিম। শিক্ষার্থী-ক্রীড়া সংগঠকদের ব্যানারে আসা লোকদের ভিড়ে পা ফেলার জায়গা ছিল না বিসিবি অফিসের সামনে। বিভিন্ন দাবি নিয়ে চলতে থাকে স্লোগান। বেশ কয়েক মিনিট পর তাকে নামতে হয় গাড়ি থেকে। 

ক্রীড়া উপদেষ্টাকে গ্রহণ করেন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। তাকে নিয়ে চলে যান বিসিবি অফিসে। সেখানে কিছুক্ষণ কথা বলার পর মাঠের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শুরু করেন। দেখেন যাবতীয় সুযোগ সুবিধা। মাঠ প্রদক্ষিণের পর প্রেসবক্স থেকে শুরু করে বিসিবি একাডেমি, জিমনেশিয়ামে এসে শেষ হয় পরিদর্শন। সবকিছুই তাকে দেখিয়েছেন তামিম। 

আরো পড়ুন:

বিসিবি নিয়ে তামিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন ক্রীড়া উপদেষ্টা। তার আগমনের কারণে বিসিবিতে এসেছেন তামিম। একাডেমি থেকে বের হয়ে আবার বিসিবি অফিসে যান আসিফ। মাঝে দেখা হয় তার নারী ক্রিকেট দলের সঙ্গেও।

বিসিবির কী কী প্রয়োজন সে ব্যাপারে নোট নেয়ার কথাও জানান আসিফ, ‘নতুন দায়িত্ব পাওয়ার পর আমাদের ক্রীড় মন্ত্রনালয়ের অধীনে যে ফ্যাসিলিটিজগুলো আছে সবগুলো ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, বিসিবিও ক্রীড়া পরিদপ্তরে আসা হয়েছে। অবকাঠামোগত ফ্যাসিলিটিজগুলো ঘুরে দেখছিলাম।’ 

‘নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সেসব একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারব’-আরও যোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। 

আসিফের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন। পরে গণমাধ্যমে প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টার আসার কারণ, ‘অফিস পরিদর্শন করেছেন এবং আমাদের যে সুযোগ-সুবিধাগুলো আছে সেগুলো দেখেছেন। তার আজকে আসার মূল যে বিষয়টা যতটুকু বুঝতে পেরেছি উপদেষ্টা মহোদয়ের হয়তো আরও পরিকল্পনা আছে, শিগগিরই অন্যান্য ফেডারেশনগুলোতেও হয়তো যাবেন। সেটার ধারাবাহিকতায় হয়তো আমাদের ক্রিকেট বোর্ডে এসেছিলেন।’

তবে বিসিবির অন্তর্বর্তী কমিটি নিয়ে যে আলোচনা চলছে সেটা নিয়ে আজ কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নিজামউদ্দিন, ‘আজকে কারও সাথেই নির্দিষ্ট করে কোন আলোচনা হয়নি। খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে। সবাই একজন আরেকজনকে শেয়ার করেছে, একেক জনের তো একেক জায়গায় অভিজ্ঞতা। এই বিষয়গুলো মোটামুটি কথা হয়েছে। নির্দিষ্ট করে আপনারা যেমন জানতে চাচ্ছেন এরকম কোন বিষয় নিয়ে কথা হয়নি।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়