ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

পাকিস্তানের অল পেস অ্যাটাকে বাংলাদেশের কঠিন চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ১৯ আগস্ট ২০২৪   আপডেট: ২০:৪৯, ১৯ আগস্ট ২০২৪
পাকিস্তানের অল পেস অ্যাটাকে বাংলাদেশের কঠিন চ্যালেঞ্জ

মাঠে নামার দুদিন আগে পাকিস্তান নিজেদের একাদশ ঘোষণা করেছে। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট মাঠে নামবে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানের স্কোয়াড অল পেস অ্যাটাক। ২৮ বছরে দ্বিতীয়বার তারা কোনো টেস্ট খেলতে নামছে বিশেষজ্ঞ স্পিনার ছাড়া।

আমির জামাল ও মির হামজাকে বেঞ্চে রেখে চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান। বোঝাই যাচ্ছে রাওয়ালপিন্ডির উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের দিতে হবে কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় শিষ্যরা ভালো করবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাট-বলের ভারসাম্য থাকবে বলে বিশ্বাস করেন শ্রীলঙ্কান এই কোচ।

সোমবার সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘ব্যাটিং বেশ সময় ধরে বাংলাদেশের উদ্বেগের জায়গা। আমরা দেশের মাটিতে ফল হবে এমন উইকেটে খেলছি। সেখানে কিছু সময় ২৫০ রান জয়ের জন্য যথেষ্ট হয়ে যায়। নিশ্চিতভাবেই বলতে পারি, এই ধরণের উইকেটে যখন খেলব ব্যাটসম্যানদের কঠিন সময় আসবে। পাকিস্তানের উইকেট ব্যাটসম্যানদের জন্যও সহায়ক হয়। ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য থাকে। আশা করছি আমরা ভালো কিছু করতে পারব।’

আরো পড়ুন:

নিজেদের বোলিং ইউনিট নিয়ে হাথুরুসিংহে বেশ আত্মবিশ্বাসী। সঙ্গে দুজন স্পিন অলরাউন্ডার বাড়তি শক্তি যোগ করতে পারবে বলেই বিশ্বাস হাথরুসিংহের, ‘পিন্ডির উইকেট পেস বোলিং এবং ব্যাটিংয়ের জন্য সহায়ক। তারা স্কোয়াডে কোনো স্পিনার রাখেনি। আমাদের শিবিরেও তাই পেস বোলারদের সেভাবে তৈরি করতে হচ্ছে। কন্ডিশন প্রতি প্রভাব বিস্তার করতে পারে তাহলে তারা ভালো করবে। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ দুজন বিশ্বমানের অলরাউন্ডার। তারা আমাদেরকে যেভাবে পরীক্ষা নিতে চাইবে আমরা সেভাবে উত্তর দেওয়ার জন্যও প্রস্তুত আছি।’

পাকিস্তানের পেস অ্যাটাকের অভিজ্ঞতার তুলনায় বাংলাদেশ পিছিয়ে আছে। নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আলী ও খুররাম শাহজাদ হাত ঘুরাবেন পিন্ডির ২২ গজে। বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ। তাসকিন প্রথম টেস্ট খেলতে পারবেন না সেটা আগেই জানা গিয়েছে। চার পেসারের অভিজ্ঞতা খুব বেশি নয়। তবে তারা চ্যালেঞ্জ করতে পারবে সেই সামর্থ্য রয়েছে।

হাথুরুসিংহের কণ্ঠে আত্মবিশ্বাসী সুর, ‘পেসাররা (বাংলাদেশের) বিশ্বকাপে ভালো করেছে। সহায়তা পাওয়া যায় এমন উইকেটে তারা দারুণ। এটা রাতারাতি হয়নি। শেষ দুই বছরে তারা যথেষ্ট পরিশ্রম করেছে। তারা একসঙ্গে ২০ টেস্টও খেলেনি। পাকিস্তানের পেস বোলিংয়ের অ্যাটাকের তুলনায় আমাদের পেসাররা তরুণ। আমি সত্যিই এই উইকেটে তারা কেমন করে সেটা দেখার অপেক্ষায়।’

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুদিন আগে বেশ উত্তপ্ত ছিল। সরকার পতনের মতো ঘটনাও ঘটেছে। সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনের নামে দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফুঁসে উঠেছে পাকিস্তানের মানুষ। দুই দেশে অস্থির এই পরিস্থিতিতে ব্যাট-বলের লড়াই মানুষকে আনন্দ দিতে পারে বলেই বিশ্বাস করেন বাংলাদেশের কোচ, ‘শতভাগ একমত। আমরা প্রত্যেকেই জানি, স্পোর্টসের ওই শক্তিটা আছে সবাইকে ঐক্যবদ্ধ করার এবং মানুষকে আশা দেখানোর। একটা ভালো ম্যাচ নিশ্চিতভাবেই পাকিস্তানি ও বাংলাদেশি ক্রিকেটপ্রেমিদের আনন্দে ভাসাবে।’


সর্বশেষ

পাঠকপ্রিয়