বাংলাদেশি বোলারদের ‘বোলিং সিক্রেট’ শেখাচ্ছেন গুল

বুধবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ দল। সোমবার বাংলাদেশের অনুশীলনের আসেন পাকিস্তানের সাবেক পেসার ওমর গুল। তিনি তার অভিজ্ঞতার ঝুলি থেকে বাংলাদেশের বোলার সঙ্গে বোলিং সিক্রেট শেয়ার করেন।
এমনই একটি ভিডিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায় গুল বাংলাদেশের পেসার ও ক্রিকেটারদে সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছেন। বোলিংয়ের বিভিন্ন দিক নির্দেশনা ও টেকনিক শেখাচ্ছেন। তার এই পরামর্শ নিঃসন্দেহে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পেসারদের কাজে দিবে।
ওমর গুল ২০২০ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান। এরপর থেকে তিনি কোচিং পেশায় কাজ করেছেন। ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৭ টেস্ট খেলে ৩৪.০৬ গড়ে ১৬৩ উইকেট নেন তিনি।
১৩০ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ১৭৯টি। আর ৬০টি টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ৮৫টি। গড় ১৬.৯৭।
ঢাকা/আমিনুল