ওভারে ৩৯ রান তুলে ইতিহাস
টি-টোয়েন্টি ক্রিকেটে এবার এক ওভারে ৩৯ রানের ঘটনা ঘটলো। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল ইস্ট এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ার ‘এ’ ইভেন্টের ম্যাচে এমন ঘটনা ঘটলো।
মঙ্গলবার (২০ আগস্ট, ২০২৪) সামোয়ার ব্যাটসম্যান দারিউস ভিসের টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ৩৯ রান তুলে ইতিহাস গড়েছেন। ক্রিকেট বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন। এছাড়া ভানুয়াতুর পেসার নালিন নিপিকো ওভারে দিয়েছিলেন ৩টি নো বল।
ম্যাচের ১৫তম ওভারে নিপিকো বোলিংয়ে এলে তার ওপর তাণ্ডব চালান ভিসের। ৩৯ তুলে যুবরাজ সিংহের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬ রানের ওভার ছাড়িয়ে যান ভিসের। এছাড়া কাইরন পোলার্ড ২০২১ সালে এবং দিপেন্দ্র সিং আইরি ২০২৪ সালে ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন।
২২ গজে তাণ্ডব চালানো ভিসের ৬২ বলে ১৩২ রান করেন। তার ইনিংসে মোট ছক্কা ছিল ১৪টি। ওভারের প্রথম তিন বল ছক্কা উড়ান ডানহাতি ব্যাটসম্যান। পরের নো বলটি কাজে লাগাতে পারেননি তিনি। চতুর্থ বৈধ বল আবার ছক্কা উড়িয়ে দলের রান তিন অঙ্কে নিয়ে যান।
২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান পঞ্চম বলে কোনো রান নিতে পারেননি। কিন্তু পরে নো বল ও ষষ্ঠ বলে ছক্কা মেরে রান নিয়ে যান চূঁড়ায়। জানিয়ে রাখা ভালো, সামোয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডের কীর্তিও গড়েছেন ভিসের।
ইয়াসিন/আমিনুল